একপাক্ষিক সিদ্ধান্ত : চা শ্রমিকদের মজুরি বাড়ছে ১৫%, নৈরাজ্য বলল ট্রেড ইউনিয়ন
৯ জুন ২০২২ গ্রাউন্ডজিরোর প্রতিবেদন মজুরি বৃদ্ধির ত্রিপাক্ষিক আলোচনা চলাকালীনই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে মমতা বলেন, “চা শ্রমিকদের মজুরি ছিল ৬৭ টাকা। ১১ বছরে তা বাড়িয়ে ২০২ টাকা করেছি। আরও বাড়ানো হবে। না বাড়া পর্যন্ত ১৫% অন্তবর্তী রিলিফ পাবেন।” উল্লেখযোগ্য যে, মুখ্যমন্ত্রী শ্রমিকদের মজুরি ‘আরও বাড়ানো’ হবে […]