একুশের ভোট, জনতা জনার্দন, ফ্যাসিবাদ ও বামেরা কী করিতেছেন?
যে যে পরিমাণে বামপন্থীরা হীনবল ও পথভ্রষ্ট হয়েছেন, সেই সেই পরিমাণে পুঁজিতন্ত্র সমাজের সর্বস্তরে শিকড় গেড়েছে। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী আক্রমণ পৃথিবীর প্রাকৃতিক ভূগোল ছাড়িয়ে ঢুকে এসেছে মানুষের চৈতন্যের সূক্ষ্মতম প্রকোষ্ঠে। পুঁজিতন্ত্রের তৈরি করা দর্শন, শাসকদের মতাদর্শ বা আইডিওলজি ক্রমে সমাজগ্রাহ্য হয়ে উঠেছে, বামপন্থার দর্শন এবং সেই দর্শনপ্রসূত প্রয়োগ পুঁজিতন্ত্রের বিরুদ্ধে স্থায়ী ও দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তুলতে […]