যে স্বাধীনতা মিথ্যে নয়
‘হয় তুমি আমার সুরে সুর মিলিয়ে কথা বলো, নতুবা তুমি শত্রুপক্ষ’। এমন তো হওয়ার কথা ছিল না। এই দেশে আর যাই হোক, কখনও বিরূদ্ধ স্বরের টুঁটি চেপে ধরার এহেন মারাত্মক চেষ্টা আগে চোখে পড়েনি। কোনও রকম উদারপন্থী, মানবাধিকারের সমর্থনে কন্ঠকেই এখন দেগে দেওয়া হচ্ছে রাষ্ট্রবিরোধী হিসাবে। আর লজ্জাজনকভাবে যে বিচারব্যবস্থার নিরপেক্ষ থাকার কথা, সেই এখন […]