টালা সেতু সংস্কার শেষের পথে, এখনও ‘জতুগৃহ’-এ ১৩৯ পরিবার
একটি গ্রাউন্ডজিরো রিপোর্ট ২০১৯ সালে শুরু হয়েছিল টালা সেতু সংস্কারের কাজ। ওই সময় সেতুর নীচে ৬০-৭০ বছর ধরে বসবাসকারী ১৩৯ পরিবারকে উচ্ছেদ করা হয়। পুনর্বাসনের দাবিতে বার বার স্থানীয় পুরপিতা এবং কলকাতা পুরসভার মেয়রের কাছে দাবি জানালেও অভিযোগ তাঁরা সে কথায় কান দেননি উপরন্তু উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অপমানিত হতে হয়েছে। পরবর্তীতে ‘বস্তিবাসী শ্রমহীবী অধিকার […]