ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয় : কিছু জিজ্ঞাসা
অনেকে এই আন্দোলনের ভেতর ট্রাক্টর–মালিক ধনী চাষি থেকে লাঙ্গলবিহীন ক্ষেতমজুর পর্যন্ত কৃষকসমাজের ঐক্য লক্ষ করে আশান্বিত হয়েছেন। যারা জাতের রাজনীতিকে প্রাধান্য দেন তাঁদের চোখে আবার সমস্ত ‘কৃষিজীবী শূদ্রদের’ ঐক্যবদ্ধ লড়াইটাই এই আন্দোলনের সবচেয়ে আশাব্যাঞ্জক দিক। এই সমস্ত পর্যবেক্ষণই হয়ত গুরুত্বপূর্ণ। কিন্তু যারা চেয়েছিল এই আন্দোলনের পথ ধরে দেশজুড়ে মেহনতী শ্রেনিগুলির ঐক্য তৈরি হোক আর কৃষকবিরোধী […]