রবীন্দ্র আদর্শে ঋজু হয়ে উপাচার্যের স্বৈরতন্ত্রের প্রতিরোধে শান্তিনিকেতনবাসীরা
নজিরবিহীন রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে দিয়ে চলেছে শান্তিনিকেতন। আরও স্পষ্টভাবে বললে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববন্দিত শিক্ষা প্রতিষ্ঠান আজ কার্যতই স্বৈরতন্ত্রের ক্ষেত্র হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তচিন্তা, উদারবাদ, ধর্মনিরপেক্ষতার আদর্শ আজ ঢেকে যাচ্ছে রাজনীতির সবুজ-গেরুয়া-লাল-নীল রঙের তরজায়। অথচ রবীন্দ্রনাথ যে রাজনীতি, সমাজনীতির কথা তাঁর লেখায়, শান্তিনিকেতন গড়ে তোলার ভাবনায় প্রতিফলিত করেছিলেন তা এক বৃহত্তর পরিমন্ডলে ব্যপৃত। সেখানে […]