পেটেন্ট ব্যবস্থা কি প্যান্ডেমিকের সময়েও চালু থাকবে?
যে সব গবেষণা সরাসরি মানব-কল্যাণের সঙ্গে যুক্ত যেমন ওষুধ-প্রতিষেধক নিয়ে গবেষণা, সেখানে জ্ঞান-সম্পত্তির প্রয়োগ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। করোনাভাইরাসের প্রতিষেধকের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন তুললেন অশোক সরকার। সবাই তাকিয়ে আছে কবে করোনার একটা প্রতিষেধক বেরোবে। প্রত্যাশা এই যে প্রতিষেধক বেরোলেই এই লড়াইয়ে জয় সম্ভব; ততদিন পর্যন্ত চলবে লড়াই। কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। ছোট্ট […]