এনপিআরের ঘুরপথে দেশজুড়ে এনআরসি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
এনপিআরে যে তথ্য সংগৃহীত হবে তা থেকেই ঝাড়াই বাছাইয়ের মধ্য দিয়ে প্রথমে স্থানীয় তারপর দেশজোড়া নাগরিক পঞ্জি বা এনআরসি তৈরি হবে। লিখছেন ধীমান বসাক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি এবং জনগণনার অর্থ বরাদ্দ হয়েছে। ২০২১-এর জনগণনার জন্য ৮,৭৫৪.২৩ কোটি টাকা এবং ২০২০-র ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর-এর তথ্য সংগ্রহের জন্য […]