আরএসএস কি বদলে যাচ্ছে?
সরসংঘচালকের নজরে, ‘আরবান নকশাল’ হল এমন এক ধরনের কমিউনিস্ট, যাদের “জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গী” একেবারেই আলাদা। প্লেটোর রাষ্ট্রে কবিদের রাখলে যেমন তারা রাষ্ট্রটাকেই ভেতর থেকে ক্ষইয়ে দিতে পারে বলে ভয় ছিল, তেমনি তাঁর সাধের রাষ্ট্রে আর যারাই থাকুক না কেন, ‘আরবান নকশাল’রা থাকলে তারা তার কাঠামোটাই ধসিয়ে দিতে পারে। তাই তিনি ‘আরবান নকশাল’ এই ঝোঁকটাকেই একেবারে ‘এলিমিনেট’ […]