আরোগ্য সেতু কি নাগরিকদের নজরবন্দি রাখার নয়া ছক?
ভারত ক্রমে ক্রমে এক নজরদার রাষ্ট্র হয়ে উঠছে। যেমন আধার। একজন নাগরিকের তাবড় ব্যক্তিগত তথ্য একরকম ভাবে রাষ্ট্রের মুঠোয় চলে গিয়েছে। এবার করোনা আক্রান্তকে নজরবন্দি করার অজুহাতে একজন মানুষের দৈনন্দিন গতিপথ, মেলামেশায় নজরদারি করার অভিযোগ উঠল। বিনা প্রশ্নে, বিনা আলোচনায় চাপিয়ে দেওয়া হল ‘আরোগ্য সেতু’ অ্যাপ। এই অ্যাপের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুললেন সুমন সেনগুপ্ত। […]