অবুঝমাড়ে ফের হত্যার তাণ্ডব, নিহত ১০ আদিবাসীর কেউ নকশালপন্থী নয়: সোনি সোরি।
ছত্তিসগড়ে সরকার বদল হয়েছে বটে কিন্তু বস্তারে নিরীহ আদিবাসী হত্যা, নির্যাতনের পরম্পরা বদলায়নি। সাম্প্রতিক তম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত ৭ ফেব্রুয়ারি ভৈরমগড়ের তাড়িবল্লা গ্রামে। আদিবাসী শিক্ষিকা, অধিকার রক্ষা কর্মী এবং রাষ্ট্রের চরম অত্যাচারের শিকার সোনি সোরি ও অধিকার রক্ষা কর্মী লিঙ্গারাম কোড়োপি’র দাবি এটি আরেকটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের ঘটনা। ভৈরমগড় ঘুরে এসে সোনি ও লিঙ্গারাম লিখিত […]