শ্রমিকদের ঘরে ফেরা: মনুষ্যত্বের অগ্নিপরীক্ষা
গ্রাউন্ডজিরো, ২৬.০৫.২০২০ শ্রমিকদের ঘরে ফেরাকে ‘বড় ইস্যু, বড় সমস্যা‘ হিসেবে চিহ্নিত করল প্রশাসন। এই কলঙ্কলেপন নিন্দনীয়। সমস্যা সঙ্কুল পরিস্থিতিতেই মানুষ চেনা যায়। মানুষ ও অমানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয় সঙ্কটকাল। দেশজুড়ে করোনা এক নতুন শ্রেণির অস্পৃশ্যতার জন্ম দিয়েছে। এর জন্য বলিয়ে-কইয়ে, ডিগ্রিধারী অথচ প্রকৃত অশিক্ষিত শ্রেণিটিই দায়ী। এর মধ্যে যেমন, একজাতীয় সংবাদমাধ্যম ও সাংবাদিক […]