বাকস্বাধীনতা মাথায় থাক, জীবনেরও অধিকার নেই কারাগার-কাশ্মীরে।
একটি রাজ্যকে তার সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে নামিয়ে আনা হল, ভেঙে দু’টুকরো করে দেওয়া হল, এমনকী অন্যতম অংশ লাদাখে কোনও বিধানসভা থাকবে না অর্থাৎ দেশের মধ্যে লাদাখের মানুষের কোনও নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না— নেওয়া হল এমনও সিদ্ধান্ত। কিন্তু, সে বিষয়ে মতামত প্রকাশের অধিকারই নেই কাশ্মীরের, কাশ্মীরি আমজনতা থেকে বিদ্বজ্জনদের, সংবাদমাধ্যমের। লিখছেন দেবাশিস আইচ। […]