লকডাউনের বর্ষপূর্তি এবং বিজেপির সোনার ‘জুমলা’
এই কর্পোরেটের অর্থে ফুলে ফেঁপে ওঠা একটি আপাদমস্তক স্বৈরাচারী, পরধর্মবিদ্বেষী, বহুভাষা ও বহুসংস্কৃতির বৈচিত্র্য-বিদ্বেষী দলটি এ রাজ্যে একরকম জাঁকিয়ে বসেছে। এই দলটি যতই শক্তিশালী হতে থাকবে ততই দুর্বল হয়ে পড়বে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তার মূল্যবোধ, তার ভাষা ও সংস্কৃতি। ঘোষিত হবে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-বৌদ্ধিক লকডাউন। কোনও অর্থের বিনিময়ে, ভোট-প্রতিশ্রুতির বিনিময়ে যা বিকিয়ে দেওয়া যায় না। লিখছেন দেবাশিস […]