দিলীপ কুমার ও তৎকালীন ভারতীয় সমাজ
দিলীপ কুমার অভিনীত চরিত্রগুলি আত্মসচেতন, তারা পর্দায় আগ্রাসী পৌরুষের ছাপ রাখে না। মুঘল শাহজাদা থেকে দেহাতি গ্রামবাসীর জীবনে তাঁর অনায়াস চলন। তাঁর অভিনয় চরিত্রবিশেষে কখনও জান্তব, কখনও সূক্ষ্ম – নিচু তারে বাঁধা। তবু বলিউডের দর্শক তাঁকে বস্তাপচা ট্র্যাজেডি কিং-এর তকমা দিয়েছে। চল্লিশের দশকের ফিল্মি দুনিয়া ও তৎকালীন সমাজ থেকে শুরু করে আজকের পুঁজি ও রাষ্ট্রবাদী […]