অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়
তবু, অস্বস্তির কাঁটা খচখচ করে বিঁধবে। বিঁধবে এই কারণেই যে, বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে এক কর্তৃত্ববাদী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা পেল। প্রতিষ্ঠা পেল পরধর্মবিদ্বেষী সংখ্যাগুরুবাদী কর্পোরেট-রাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিরা। এবং অবশ্যই জনগণের রায়েই। তাদের এই জয় কতটা ধর্মীয় মেরুকরণের ফলে, কতটাই-বা রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের স্বৈরাচারী মনোভাব, হিংস্র আচরণের বিরুদ্ধে আর কতটা সিএএ, এনআরসি পক্ষে — তার […]