‘আমরা, ভারতের জনগণ…’ দখল নিল দিল্লির
কৃষক জনতা মুড়ে ফেলেছে দিল্লি। এ আইন অমান্য নয়। দাঙ্গাবাজ, দমনবাদী, স্বাধীনতাহরণকারী, তানাশাহী দিল্লিরাজের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। সংবিধান, সংসদ, আদালত, গণতান্ত্রিক প্রতিষ্ঠান — গণতন্ত্রের প্রতিটি স্তম্ভকে হিন্দুত্ববাদী সংখ্যাগুরুবাদের বুলডোজার দিয়ে ধসিয়ে দিয়েছে — আজ সেই সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সেই ধর্মীয় ফ্যাসিবাদীদের কব্জা থেকে পুনরুদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। ‘উই দ্য পিপল অফ ইন্ডিয়া’ — ‘আমরা ভারতের […]