স্বৈরাচারী কৃষি বিলের বিরোধীতায় পথে যাদবপুর কমিউনের পড়ুয়ারা
কৃষক বিরোধী কৃষি বিলকে সামনে রেখে গত ২৫ সেপ্টেম্বর গোটা ভারতে কৃষকরা বন্ধের ডাক দিয়েছিলেন এবং যাদবপুর কমিউন-এর ছাত্রছাত্রীরাও দেশের সমস্ত কৃষকের পাশে দাঁড়াতে প্রতিবাদে সামিল হয়েছিলেন। গ্রাউন্ডজিরোর প্রতিবেদন। কোভিড সংক্রমণ মহামারির আকার ধারণ এবং সমাজের এক বড় অংশের মানুষ উপার্জন হারিয়ে আর্থিভাবে বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষিতে কলকাতায় যাদবপুর কমিউনের ছাত্রছাত্রীরা গত ছয় মাস দশ […]