যশোর রোডে গাছেদের জনশুনানি
গত ২৬ মে, ২০১৯, যশোর রোডের গাছেদের ডাকা প্রথম জনশুনানি হয়ে গেল। এই জনশুনানি ডেকেছিল গাছেদের পরমাত্মীয় ভাবা কিছু তরুণ তরুণীরা। উপস্থিত ছিলেন যশোর রোড গাছ বাঁচাও কমিটির ছেলে মেয়েরা, ছাত্রছাত্রী ও উৎসাহী মানুষেরা, এসেছিলেন পরিবেশকর্মীরা, স্থানীয় মানুষ ও ব্যবসায়ী সমিতির সভ্যরা। পরিবেশকর্মী অমিতাভ আইচ-এর প্রতিবেদন। গত ২৬ মে, ২০১৯, যশোর রোডের গাছেদের […]