ফাৎসুঙ্ : মাটির মরমী কথা।
তরুণ লেখক ছুদেন কাবিমোর উপন্যাস ‘ফাৎসুঙ্’ — দার্জিলিং পাহাড়ের মাটির কথা, তারই এক আখ্যান। এক অসম লড়াইয়ের ইতিকথা। বিশ্বাসঘাতকতার কাছে অসীম বীরত্বের হেরে যাওয়ার কথা। প্রায় তিন দশকের গোর্খাল্যান্ড আন্দোলন এই উপন্যাসের পটভূমি হলেও — তার সার্বিক চিত্রটিকে ছুদেন পাহাড়জোড়া ভাস্কর্যে রূপ দিতে চাননি তাঁর ক্যানভাস ছোট কিন্তু গুহাচিত্রের মতো মরমী, আন্তরিক। লিখেছেন দেবাশিস আইচ। […]