দুয়ারে খিল, পেটে কিল
অতিমারিই হোক কিংবা অন্য কোনও অতিবিপর্যয় শুধুই কি তা বিপর্যয় ব্যবস্থাপনা আইনের মতো অতিআইন, পুলিশ-প্রশাসনের চোখ রাঙানিতে মোকাবিলা করা যায়? অসুস্থ মানুষ কড়া ওষুধ আর চিকিৎসকের ছুরি-কাঁচির তলার শরীর পেতে দিলেই কি সুস্থ হয়ে যায়? সেবা লাগে, শুশ্রূষার প্রয়োজন হয়। প্রয়োজন হয় সেবিকার স্পর্শ, সেবিকার মন। লিখলেন দেবাশিস আইচ। এই তো ক’দিন আগেই মুখ্যমন্ত্রী […]