দেশ ভেসে যায়…
এই প্রাণহীন ভেসে যাওয়া নিছকই ‘জল দূষণ’ নয়, মনুষ্যত্বের চরম দূষণ। মহানগরের দিনরাত জ্বলা চুল্লিগুলি; ফুটপাতে, পার্কে, কার পার্কিংয়ে কাঠের চুল্লিতে প্লাস্টিকে মোড়া লাশগুলি আরও ভয়াবহ দূষণ ছড়িয়ে চলেছে। এই সব দূষণই আসলে দাম্ভিক, উগ্র, কর্তৃত্ববাদী, চূড়ান্ত ক্ষমতালোভী রাজনীতির দূষণ। লিখেছেন দেবাশিস আইচ। মৃতেরা এখনও ভাসমান। আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা-যমুনার তীরে। উত্তরপ্রদেশ, বিহার এবং এই […]