পোড়া ট্রেনের প্রদর্শনী আর বুকের ভিতর লুকিয়ে রাখা সাম্প্রদায়িক জ্বালাপোড়া। একটি আখ্যান।
হিংসা যা চোখে পড়ে, যা দেখা যায় টিভিতে –কাগজে; আর যা চোখে পড়ে না কিন্তু লুকিয়ে থাকে আড়ালে–আবডালে, হাটে –মাঠে, সমাজমাধ্যমে — সেই লুকিয়ে থাকা, বোতল বন্দি দৈত্যকে চোখে আঙুল দিয়ে দেখালেন লাবণী জঙ্গী। এক ১৩-১৪-১৫-১৬’র দিনগুলো জেলাগুলোতে নানাভাবে নির্মিত হচ্ছিল আশঙ্কা। ওই সপ্তাহটা কেটে যায় মিডিয়ার দেখানো খবরে, মুর্শিদাবাদে ট্রেন পোড়ানো, রাস্তা অবরোধ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির […]