বুজিয়ে নয়, বহমান রেখেই চড়িয়াল খালের সংস্কারের দাবি উঠল
বেলাগাম নগরোন্নয়ন চড়িয়াল খালের একাংশকে পরিণত করেছে এক নাগরিক আবর্জনায় ভরা নালায়। সেই খাল পুনরুদ্ধার দূরের কথা, নগরকর্তারা তাকে মুছে ফেলতে চাইছে। খালের একাংশের নীচে হবে টানেল আর খাল বুজিয়ে হবে রাস্তা। এমন উন্নয়ন প্রকল্প নিয়ে ভিন্নমত পরিবেশকর্মী, বিজ্ঞানী ও সচেতন নাগরিকরা। এই বাস্তুতন্ত্র বিরোধী অপউন্নয়ন নিয়ে কলম ধরলেন নদীকর্মী তাপস দাস। আদি গঙ্গার উত্তর […]