বনগ্রামের চার-পাঁচশো পাট্টার রেকর্ড নেই প্রশাসনের কাছে : শ্রমজীবী মঞ্চ
একটি গ্রাউন্ডজিরো প্রতিবেদন বনগ্রামের বাসিন্দাদের মহামিছিলের পর যেন টনক নড়ল আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। ১৫ জুলাই আলিপুরদুয়ারে রাভা, ডুকপা, নেপালি, আদিবাসীদের এক বর্ণাঢ্য প্রতিবাদী মিছিল হয়। এর পরই ১৭ জুলাই রাজাভাতখাওয়ার গারোবস্তিতে ক্যাম্প বসিয়ে ওই অংশের জমির খতিয়ান দেওয়ার কাজ শুরু করে প্রশাসন। উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ-র আহ্বায়ক লালসিং ভুজেল জানান এক সপ্তাহের মধ্যে প্রায় […]