বেঁচে উঠুক কুশকর্ণী— হাঁটতে হাঁটতে নদী বাঁচানোর শপথ
নদী মায়ের শপথ নিয়ে আমরা আশ্রম ছাড়লাম।গোড়ালি ভিজিয়ে নদী পার করে, নদীমাকে বাঁয়ে রেখে পদযাত্রা চলল।ইটভাটার ভিতর দিয়ে কিছু পথ পার হতে নজরে এল অন্য পাড়ে আর একটি ইটভাটা। শ্রমিকেরা কৌতূহলী চোখে দেখছেন, মালিকের স্বার্থরক্ষায় যে নদীকে ধীরে ধীরে গ্রাস করে তাঁরা জীবিকা নির্বাহ করছেন— সেই নদীকে বাঁচিয়ে তুলতে এক মিছিল চলছে। স্লোগান তুলে, “নদী দখলদার নিপাত যাক।” লিখলেন […]