পড়ুয়াদের এই অসহিষ্ণুতা, এই বিক্ষোভ অভিপ্রেতই ছিল।
আরএসএস–এর প্রত্যক্ষ তালিমে যে ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যার মুক্ত আলয়কে কয়েদখানায় পরিণত করতে চায় বাবুল সুপ্রিয় তাদের প্রতিনিধি। যারা রাষ্ট্রীয় রক্ষাকবচের বলে কোনোরকম শাস্তির ভয় ছাড়াই ইচ্ছেমাফিক পিটিয়ে, পুড়িয়ে হত্যা করতে পারে দলিত, আদিবাসী, মুসলমানদের বাবুল সুপ্রিয় তাদের প্রতিনিধি। ছাত্র–ছাত্রীদের অধিকার রয়েছে অসহিষ্ণু হয়ে ওঠার। ধৈর্য হারানোর। লিখেছেন দেবাশিস আইচ। ‘Patience,’ wrote Ambrose Bierce […]