“খালি বারবার ১৯৯২ সালের সেই ছোট্ট আমি ও কয়েকজন মানুষের আতঙ্কিত মুখটা ভেসে উঠছে।”
এত বছরের মেলামেশার মধ্যে কী এমন খামতি থাকল যে তাদের হিংস্র চাহনি আমাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে এবং ভয় পেতে থাকছি। খালি বারবার ১৯৯২ সালের সেই ছোট্ট আমি ও কয়েকজন মানুষের আতঙ্কিত মুখটা ভেসে উঠছে। লিখলেন জেসমিন হোসেন। আমি তখন চতুর্থ শ্রেণি। সেদিনের কথা যতটা মনে পরে, সেদিন বিকেলটা ছিল অন্যরকম। অন্যরকম বলতে কেমন যেন […]