আরও এক মহাভারত সৃষ্টির লড়াই
রাজধানীর রাজনৈতিক শীর্ষমহল ক্রমে কৃষকদের অনমনীয় লড়াইয়ের সামনে নতজানু হয়ে পড়ছেন এমনকি শর্তহীন আলোচনায় বসতে চাইছেন — এমন ইঙ্গিত মিলছে। কৃষক বনাম ক্রোনি কর্পোরেটের এ লড়াইকে ছোট করে দেখার অর্থ সংখ্যাগুরুবাদী রাষ্ট্রকে ছোট করে দেখা। কুরুক্ষেত্রে এ আর এক মহাভারতের যুদ্ধ। আরও এক মহাভারত সৃষ্টির লড়াই। লিখেছেন দেবাশিস আইচ। প্রধানমন্ত্রী এখনও বলে চলেছেন, […]