যাদবপুর : একটি ফ্যাসিস্ত অভিযান এবং গণতান্ত্রিক প্রতিরোধের কাহিনি।
যাদবপুর ক্যাম্পাসে তখন গানে গানে প্রতিরোধের শপথ। ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর সঙ্গেই রব উঠছিল ‘হোক হোক হোক কলরব’। গোলপার্ক থেকে এবিভিপি‘র নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান, যোধপুর পার্কে পুলিশি ব্যারিকেডের সামনে এসে কেমন মিইয়ে গেল। লিখেছেন দেবাশিস আইচ এবং সুদর্শনা চক্রবর্তী। এক। দলিত, ফ্যাসিস্ত, আজাদি… এ কী শব্দচয়ন ‘এবিভিপি‘-র অভিযানে? প্রশ্ন তুললেন দেবাশিস আইচ। বহ্বারম্ভে লঘুক্রিয়া। এবিভিপি’র […]