আর.জি.করের আন্দোলনের অন্যতম অর্জন হিন্দুত্বের প্রতীককে বাংলার রাজনীতিতে জায়গা করে দেওয়া
আর.জি.কর আন্দোলনকে ঘিরে বাংলার রাজনীতিতে হিন্দুত্ববাদী আখ্যানসমূহ একধরনের বৈধতা পেল। ভারতবর্ষের নারীবাদীরা, ঐতিহাসিকভাবে, দেবী প্রতিমূর্তির সঙ্গে মেয়েদের বা মেয়েদের বিদ্রোহকে মিলিয়ে দেখার বিরোধিতা করেছেন। এই বিরোধিতা ছিল বাংলা সমাজে, সাহিত্যের ভেতরেও। লিখেছেন নন্দিনী ধর। আর.জি.কর ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল একটি গান গয়েছেন। গানটি আমার মতে, অতীব নিম্নমানের। অবশ্য, তাতে কিছু এসে যায় না। বামপন্থী […]