‘রাত দখল’ তো হল, দখলে এলো কি?
এই মধ্যবিত্ত প্রগতিশীল বাঙালি সমাজ মেয়েদের চিরকাল ‘মাধবীলতা’ হিসেবেই দেখে অভ্যস্থ। ধন্যি ধন্যি করে অভ্যস্ত। এতদিনের অভ্যেস ভাঙার সাধ বা সাধ্য কোনওটাই আমাদের নেই। তাই সমঝোতার স্বাধীনতাতে ‘রাত দখল’ করেই আমরা খুশি। এর থেকে বেশি স্বাধীন নারী আবার আপনার সমাজের পক্ষে বিপজ্জনক। লিখলেন ঈশানী ধর। ‘লাপাতা লেডিস’ সিনেমার একটি সংলাপে ছিল, ‘দেখা যায় তো […]