বিদ্বেষ দিয়েই শেষ মোদীর প্রথম দফার ভোটপ্রচার
বাংলার বুকের উপর দাঁড়িয়ে তাই রামদাঙ্গাকে একরকম সমর্থন জানিয়ে, “শোভাযাত্রায় পাথর ছোড়ার অনুমোদন তৃণমূল সরকার দিয়ে রেখেছে”, মুসলিমদের নিশানা করে, এমন চূড়ান্ত মিথ্যা, সাম্প্রদায়িক প্ররোচনামূলক বাক্য উচ্চারণ করতে পারেন নরেন্দ্র মোদী। দলমত নির্বিশেষে এই বিষবাক্যের যুতসই জবাব কবে দেব আমরা? আর কত নীলকণ্ঠ হব? লিখলেন দেবাশিস আইচ। সন্দেশখালি গণবিক্ষোভে সাম্প্রদায়িক রং লেপে ভোটপ্রচার শুরু […]