মাধবীলতা কমপ্লেক্স ও আমরা
কখনো গভীর প্রেম, কখনো আত্মত্যাগ, কখনো সামাজিক পরিকাঠামোর অপ্রতুলতার কথার দোহাই দিয়ে, মেয়েদের আন্দোলনের ক্ষেত্রে থাকা সত্ত্বেও, মূলত অরাজনৈতিক হয়ে থাকার বিষয়টিকে মেনে নেওয়া হল, হয়েছে। এক পুরুষ নকশালের সাথে প্রেম করা ও তারপর তাঁর ঘরণী হওয়াকেই বহুলাংশে মহিমান্বিত করা হল সবচাইতে গুরুত্বপূর্ণ মেয়েলি বিদ্রোহ বলে। প্রথা ভাঙা বলে। এই গোটা বিষয়টিকে বলা যেতে পারে […]