শিক্ষা-প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে
বর্তমান শিক্ষা-প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে জ্ঞান-পরিসরের জৈবিকতা যেভাবে ধ্বংস হচ্ছে, জীবন ও যাপনের বিকল্প রূপ সন্ধানের পারঙ্গমতা যেভাবে পক্ষাঘাতগ্রস্ত হচ্ছে, সেই বিষয়ে সমানুভবে পৌঁছে বিকল্পমুখী চর্চায় স্বনির্ধারিত ভাবে ব্রতী হওয়ার সূচনাটুকুই হয়ত আমরা আপাতত করতে পারি। বিপ্লব নায়ক মার্চ, ২০২৪ বর্তমান সমাজে কেন্দ্রীভূত ধাপে বিন্যস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বেড়িতে বেঁধে শিক্ষাব্যবস্থার যে রূপ নির্মাণ করা হয়েছে, […]