উত্তর থেকে দক্ষিণ: বাংলার ধর্মীয় সংস্কৃতি কি হিন্দিবলয়মুখী?
কাল আরও একটি ভোট। পরের বছর আরও একটা রামনবমীর জন্য অপেক্ষা। আরও ভয়ংকর কিছু প্রত্যক্ষ করার দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া। লিখলেন অনিমেষ দত্ত। ঘড়িতে তখন দুপুর সাড়ে বারোটা। মাথার উপর প্রকট সূর্যের তেজ। কোর্ট মোড় থেকে দু’পা হেঁটে এগোলেই শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ ভেনাস মোড়। এই মোড়ের একটি কাগুজে নাম আছে, সফদর হাসমি চক। সেই […]