এই ‘লোচ্চাবাদ’-এর সময়ে আরেকজন ‘গদর’ ফিরে পেতে আরও কতদিন অপেক্ষা আমাদের!
একজন গণশিল্পী গণ আন্দোলনের ফসল—এই কথাটা একটা সময়ের বিশ্বাস—এই প্রেক্ষিতে গদরকে না দেখলে, গদর আন্নাকে চেনার রাস্তাটা ভুল হবে। গদর আন্না, আমার সময়ে এক বিপ্লবী গণশিল্পী তিন হাজার গান লিখে রাষ্ট্রের দেগে দেওয়া পাঁচটি বুলেটের একটি জীবনের শেষ পঁচিশ বছর মেরুদণ্ডে বয়ে নিয়ে ঘুমাতে গেলেন। লিখলেন অমিতাভ সেনগুপ্ত। প্রিয় কমরেড গদর আন্না। […]