কৃষক আন্দোলন ও গণ আন্দোলনে মহিলাদের ভূমিকা: পাঞ্জাবে কীর্তি কিসান ইউনিয়নের মহিলা শাখার কনভেনশন
১৫ জুলাই পাঞ্জাবের কীর্তি কিসান ইউনিয়ন-এর মহিলা শাখা এক সারা দিনব্যাপী কনভেনশন-এর আয়োজন করে। মূলত মহিলা কৃষক এবং যাঁরা কৃষিকাজের সঙ্গে যুক্ত এমন মহিলা কৃষি-শ্রমিকদের মধ্যে, কেন্দ্রে বিজেপি সরকারের যে কর্পোরেটমুখী কৃষিনীতি, তার কুফল বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আরও বেশি সংখ্যক মহিলাকে আন্দোলনের শরিক করে তোলার উদ্দেশ্যেই এই কনভেনশনের আয়োজন করা হয়। সুদর্শনা চক্রবর্তীর প্রতিবেদন। […]