কতবার মৃত্যু হলে তবে কৃষক বলা যায়?
একদিকে কম দাম, আরেকদিকে অকাল বৃষ্টি। কেমন আছেন আলু চাষিরা? চাষের খরচটুকুও যে উঠবে না। কীভাবে পরিশোধ করবেন মাইক্রোফিন্যান্স সংস্থার ঋণ? সারা রাজ্যেই আলু চাষিরা সঙ্কটে। উত্তরবঙ্গের সঙ্কটের কথা তুলে ধরলেন মৌমিতা আলম। আকাশ মেঘে কালো হয়ে আসছে। অসহায় ফজলুল, আকাশের দিকে তাকিয়ে তারপর খেতের আলুর দিকে তাকিয়ে থাকল খানিকক্ষণ। সেই তাকানোর মধ্যে বিষাদ, […]