ব্রিজের তলার শহর: উচ্ছেদ ও পুনর্বাসন
উত্তর কলকাতার টালা ব্রিজ ভাঙার সময় উচ্ছেদ করা হয় ব্রিজের তলার ও আশেপাশের বস্তির প্রায় ১৫০টি পরিবারকে। রাস্তায় নেমে এবং আইনি লড়াই লড়ে তাঁরা সাময়িক সুরাহা আদায় করেন। কিন্তু উপযুক্ত পুনর্বাসনের দাবি এখনো পূরণ হয়নি। মানুষের থাকার কষ্ট উত্তরোত্তর বেড়ে চলেছে। টালাতে আন্দোলনের শুরুতে গড়ে তোলা হয়েছিল ‘বস্তিবাসী শ্রমজীবী অধিকার রক্ষা কমিটি’-র টালা শাখা। এই […]