দেউচা-পাচামি-র খনি বিরোধী আদিবাসীদের লড়াই ‘সড়ক সে লেকর সংসদ তক’
গত ২১ মার্চ দেওচা-পাঁচামিতে কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে বিশাল মিছিল হয় কলকাতায়। মিছিলে দেওচা-পাঁচামি থেকে আসা মানুষ জানান কীভাবে স্থানীয় প্রশাসন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, ভয় দেখিয়ে এবং পুলিশি অত্যাচার চালিয়ে সম্মতি আদায় করতে চেষ্টা করছে। সুদর্শনা চক্রবর্তীর রিপোর্ট। Groundxero | March 22, 2025 চোখে চোখ রেখে স্পষ্ট গলায় পুতুল কিস্কু জানিয়ে দিলেন “খনি আমরা চাই না। […]