আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসঃ ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, যাদবপুর-এর দু’দিনব্যাপী কর্মসূচী


  • December 3, 2022
  • (0 Comments)
  • 728 Views

GroundXero report, 3 Dec. 2022

 

৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে ২রা ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রদের সংগঠন Forum for Students with Disabilities একটি প্রতীকী মানববন্ধন কর্মসূচী গ্রহণ করে। প্রতিবন্ধী শিশুদের বিশেষ বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা (Special Education) কে রক্ষা করা, প্রতিবন্ধী শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা সুনিশ্চিত করা, প্রতিবন্ধী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো গরুত্বপূর্ণ কয়েকটি দাবিকে সামনে রেখে পরস্পরে হাত ধরে ফোরামের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের অন্য কয়েকটি সংগঠনের সদস্যরা মিলে প্রায় ৬০ জনের একটি মানব ব্যারিকেড গড়ে তোলেন। প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে ২রা ডিসেম্বর শুক্রবার দুপুর ৩টে, নাগাদ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স আর্টসের মোড়ে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

 

৩রা ডিসেম্বর ২০২২ শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে এই ছাত্র ফোরাম প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চের সঙ্গে একটি প্রচারাভিযানের কর্মসূচী নেয়। প্রতিবন্ধী দিবসের আড়ম্বর আর প্রচার সর্বস্বতার  বিপরীতে প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চ রাজ্যের প্রান্তিক অঞ্চলগুলোতে প্রতিবন্ধী মানুষের শিক্ষা গ্রহণের পদ্ধতি ও সুযোগের বিষয়ে সচেতনতা অভিযান চালায়। প্রাথমিক ভাবে ৩রা ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং সংলগ্ন এলাকায় এই অভিযান চলে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা, তার গুরুত্ব, সম্ভাবনা ও বর্তমান প্রেক্ষিতে তার সংকটের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আসলে প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিদ্যালয়গুলোকে রক্ষা করার লক্ষ্যে গড়ে ওঠা আন্দোলনকেই শক্তিশালী করে তুলতে চাইছে প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চ। ফোরামের ১০ জন সদস্য সহ প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চের ১৬জন সদস্যের একটি দল এই দিন সকাল থেকে ক্যানিং শহরের সংলগ্ন বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার গাড়ির সাহায্যে এই অভিযান চালান। এই বিষয়ে সচেতনতা মূলক প্রচারপত্রও তাঁরা বিলি করেন।

 

Share this
Leave a Comment