নগরে নিরাপত্তাহীন অভিবাসী শ্রমিকরা: বাংলা-বিহার সংলাপে মত বিশিষ্টদের
গ্রাউন্ডজিরোর প্রতিবেদন বাংলা ও বিহারের গণ অভিবাসনের ‘ঐতিহাসিক ও চলমান অভিজ্ঞতা’ বিনিময় করলেন দুই প্রতিবেশী রাজ্যের বিশিষ্ট সমাজবিদ্যা-গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী ও নাগরিক আন্দোলনের কর্মীরা। ২৯-৩০ অক্টোবর কলকাতায় ‘বাংলা-বিহার সংলাপ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করেছিল মহানির্বাণ ক্যালকাটা রিসার্চ গ্রুপ (সিআরজি)। আলোচনায় বিশিষ্টদের মতামতে এ কথা উঠে আসে যে, দুই রাজ্যের অভিবাসীরাই স্থানীয় সমাজে […]