৩ বছরেই মোহভঙ্গ, ত্রিপুরায় এডিসি নির্বাচনে বিপুলভাবে হেরেছে বিজেপি-আইপিএফটি জোট


  • April 12, 2021
  • (0 Comments)
  • 1178 Views

আগরতলা: পশ্চিমবঙ্গে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দেয়া ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতার তিন বছরের মধ্যেই রাস্তায় নামিয়ে এনেছে ত্রিপুরার জনগণ। গত ৬-ই এপ্রিল রাজ্যের ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদ বা এডিসি’র অষ্টম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে ১০-ই এপ্রিল। সেখানে ২৮ টি আসনের মধ্যে সদ্য গঠিত হওয়া তিপ্রা মথা ও আইএনপিটি জোট মোট ১৮টি আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। রাজ্যের শাসক দল বিজেপি ও তাঁদের জোটসঙ্গী আইপিএফটি পেয়েছে মাত্র ৯ টি আসন, সেখানে আইপিএফটি’র আসন সংখ্যা শূন্য। নির্দল প্রার্থী পেয়েছেন ১ টি আসন।

 

২০১৮ সালে ২৫ বছরের বাম শাসনকে ক্ষমতা থেকে সরিয়ে বিকাশের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসে বিজেপি-আইপিএফটি জোট সরকার। ক্ষমতায় আসার ৩ বছর পেরিয়ে যাওয়ার পরও সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি পালন করেনি জোট সরকার। পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করলেও এডিসি নির্বাচনে জনগণ লড়াই করেই ভোট দিয়েছেন এবং তার ফলাফল পরিস্কার।

 

এডিসি ভোটের মাত্র কিছু মাস আগে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মন নতুন দল তৈরী করেন তিপ্রা মথা নামে। প্রদ্যোত কিশোর এক সময় কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতির দায়িত্ব-ও পালন করেছেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। তারপর প্রায় হঠাৎ-ই গঠন করলেন নিজের দল। এডিসি ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন বিজেপি’র প্রতিটি জনসভায় গিয়ে বলে এসেছেন ২৮ এ ২৮, তখন জোটসঙ্গী-সহ এইভাবে ভরাডুবি বিজেপি’র পায়ের নীচে মাটি সরে যাওয়ার-ই প্রমাণ। উল্লেখযোগ্য বিষয়, ১৫ বছর এডিসিতে ক্ষমতায় থাকা বামফ্রন্ট প্রায় ৩০ শতাংশের বেশী ভোট হারিয়েছে এবং একটি আসনেও জিততে পারেনি। অসংখ্য আসনে কংগ্রেসের জামানত জব্দ হয়েছে।

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ইতিমধ্যে ৪ দফা ভোট শেষ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা টানা বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সোনার বাংলা গড়ার ডাক দিয়ে যাচ্ছেন অন্যদিকে ক্ষমতায় থেকে এইভাবে হেরে যাওয়া বিজেপি সরকারের প্রতি মানুষের ক্ষোভ বলেই মনে করছেন ত্রিপুরার মানুষ। ক্ষমতায় আসা তিপ্রা মথা মূলত উপজাতিদের দল, সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে বাঙালি অধুষ্যিত অঞ্চলে তাঁরা কী ধরণের প্রভাব ফেলতে পারে সেটাও দেখার বিষয়। আপাতত নতুন দল হিসেবে শাসক দল বিজেপি-আইপিএফটি’কে রুখে দিয়ে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে যে আলোড়ন তিপ্রা মথা ফেলেছে তার ফলাফল সুদূরপ্রসারী।

 

Share this
Leave a Comment