আরএসএস-বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আসানসোলে গণ-কনভেনশন


  • February 14, 2021
  • (0 Comments)
  • 1175 Views

গ্রাউন্ডজিরো 

 

দেশজুড়ে আরএসএস-বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ও কৃষি আইন শ্রম কোড ও নয়া শিক্ষা নীতি বাতিলের দাবিতে আজ আসানসোলের গুজরাটি ভবনে এক গণ-কনভেনশন অনুষ্ঠিত হয়। তিন শতাধিক মানুষের উপস্থিতিতে বক্তারা দাবি তোলেন নির্বাচন সহ সমস্ত ফ্রন্টে বিজেপিকে পরাস্ত করার। এই রাজ্যে বিজেপির উত্থানের পিছনে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বাম-কংগ্রেসের ভূমিকার কথাও উল্লেখ করেন বক্তারা। বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, শ্রমিক নেতা কুশল দেবনাথ, সোমনাথ চ্যাটার্জী, গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির পরমজিত সিং, আমরা বঙ্গবাসীর পক্ষে জাহিদ আলম প্রমুখ।

 

কনভেনশনটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সুমন কল্যাণ মৌলিক। কুশলবাবু এই উদ্যোগের প্রেক্ষাপট ও আজ কিভাবে এই ফ্যাসিবাদবিরোধী উদ্যোগটি ষোলটি রাজ্যে ছড়িয়ে পড়েছে তার ইতিবৃত্ত তুলে ধরেন। খনি অঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা সোমনাথ চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসের শ্রমিক বিরোধী নীতি কিভাবে বিজেপির উত্থানের পথ প্রশস্ত করেছে তা তুলে ধরেন। তিনি দাবি করেন, বিজেপির বিরোধিতায় কেন তৃণমুল, বাম ও কংগ্রেস একজোট হচ্ছে না সেই প্রশ্নটি জনগণের সামনে তুলে ধরতে হবে। সুজাত ভদ্র কেন আরএসএস ও বিজেপিকে তাঁরা ফ্যাসিবাদী শক্তি মনে করছেন তা ব্যাখ্যা করেন। সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় কীভাবে আরএসএস ও বিজেপি নারীদের উপর, মুসলমানদেরদের উপর আগ্রাসন নামিয়ে এনেছেন তার ইতিহাস তুলে ধরেন। গণসংগীতের মাধ্যমে কনভেনশন শেষ হয়।

Share this
Leave a Comment