নাগরিকত্ব আন্দোলন চর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
যে কথাগুলি না জানলে হঠাৎ আসামেই কেন প্রথম এনআরসি এবং ‘বিদেশি‘ চিহ্নিতকরণ ও বিতাড়নের জন্য একগুচ্ছের আইনের প্রয়োগ, সে প্রশ্নের জবাব মিলবে না। আর এখানেই লেখকরা পুস্তিকাটিতে প্রশ্ন তুলেছেন ভারতের রাষ্ট্রিয় কাঠামোর গড়ন নিয়েই। যেন অনেকটাই শিকড় ধরে টান মারা। লিখেছেন দেবাশিস আইচ। আসাম এনআরসি প্রক্রিয়ার প্রাথমিক খসড়া তালিকায় ৪০ লক্ষ মানুষের বাদ পড়া […]