আজমল খান
(পালেস্তাইনের মাহমুদ দরবেশ, কাশ্মীরের আগা শাহিদ আলী ও আসামের মিয়া কবিদের উৎসর্গ করে)
অনুবাদ – সিদ্ধার্থ বসু
লিখে রাখুন মশাই
একজন ভারতীয় আমি
আজমল আমার নাম
ধর্মে মুসলমান
এই ভারতের নাগরিক
বাড়িতে সাতজন আমরা
প্রত্যেকেই জন্মসূত্রে ভারতীয়
প্রমাণ চাইছেন?
লিখে নিন
আমি ভারতীয়
আমি একজন মপ্লা
আমার পূর্বজরা ছিল অচ্ছুৎ
আপনাদের ভাষায় অস্পৃশ্য সেই হিন্দুরা
আপনাদের মনুর গালে থাপ্পড় মেরে
নিজেদের নাম বদলে ফেলেছিল
তারপর তারা আদায় করেছিল মানুষের সম্মান
সে অনেক শতাব্দী আগের কথা
আপনাদের এসব শিশু রীতিরেয়াজের বাপ-পিতামোরাও তখন জন্মায়নি
আপনার কি সন্দেহ আছে?
লিখে নিন স্যার
আমি একজন ভারতীয়
আমার দাদা-পরদাদারা এ দেশের জমি চষেছিল
বেঁচেছিল একেকটা আস্ত জীবন
আর মরেও গিয়েছিল তারপর
এই বট আর নারকেল গাছগুলোর চেয়েও অনেক গভীরে চারানো ছিল তাদের শিকড়
তারা কেউ জমিদার ছিল না বটে
ছিল সামান্য চাষাভুষো
কিন্তু এই জমিই ছিল তাদের শিকড়
তাদের হৃদয়ে মাখা ছিল এই মাটির গন্ধ
তাদের চামড়া ছিল এই মাটির রঙে ছোপানো
আরো প্রমাণ চান?
লিখে নিন স্যার
ভারতীয় আমি
আরো প্রমাণ চাই আপনার?
তাহলে তো এবার আমায় মালাবারের কবর খুঁড়ে তুলতে হয় মশাই
তুলে এনে দেখাতে হয় কতগুলো বুকে-পেটে বুটের দাগ আর বুলেটের ক্ষত
এরা সব বিদেশী শাসকের সঙ্গে লড়ে মরেছিল
এখনো আরো প্রমাণ চাই আপনার?
হ্যাঁ আমি জানি
আপনার কাছে কী প্রমাণ আছে
সেলুলার জেল থেকে লেখা মুচলেকার কপি
আর হাতে লেগে থাকা গান্ধীর রক্তের দাগ
আরো কিছু মনে করিয়ে দিলে ভালো হবে স্যার?
তার চেয়ে বরং এবার চেপে যান, মানেমানে ওই নোংরা হাঁ-মুখটাকে বুজিয়ে ফেলুন
লিখে রাখুন স্যার
আমি একজন ভারতীয়
মনে রাখবেন
কারণ, আমিও ভুলিনি
যে আপনিই লোক পাঠিয়েছিলেন মসজিদ তছনছ করতে
কিন্তু আজ আপনি দেশের সংবিধানটাকেই যে ছারেখারে দিয়েছেন
এ দেশের আত্মাকে ধ্বংস করেন
এত সাহস হয় কী করে আপনার?
এতটা সাহস!
লিখে রাখুন স্যার
আমি একজন ভারতীয়
এ দেশেই জন্মেছি
আর এ মাটিতেই মরে মিশে যাব
কাজে কাজেই
আপনার নাগরিক পঞ্জির প্রথম পাতায়
পরিস্কার স্পষ্ট করে
গোটা গোটা অক্ষরে লিখে রাখুন
যে
আমি, নাম আজমল, ধর্মে মুসলমান
একজন ভারতীয় নাগরিক
***
আজমল খান কবি ও গবেষক। অশোকা ইউনিভার্সিটি ও আম্বেদকর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
সিদ্ধার্থ বসু কবি ও শিক্ষক।
ছবি – ড্যান্ডেলিয়নস, ন্যান্সি রুর্ক , ডেফ আর্ট