বধ্যভূমি : একটি চিত্রকথামালা অথবা কথাচিত্রমালা


  • April 26, 2019
  • (0 Comments)
  • 2393 Views

হয়তো রূপক। হয়তো এই সেই মালেক বেগমের গাঁ। খণ্ড-বিখণ্ড লাশরাজি। হয়তো এ বামনি ঝোরা হত্যাকাণ্ডের নাগরিক প্রতিচ্ছবি। হয়তো এই সেই পুকুর মরাই সবজি বাগানের লাশ ফেলে দেওয়া স্মার্ট সিটি, নিউ টাউন। বন্ধ চা বাগানের শ্রমিকের বর্তমান। তিলক শেঠ, কেয়া দাশগুপ্ত ও শুভেন্দু দাশগুপ্ত হৃদয়ক্ষরা এই কথাচিত্রমালা সাজিয়ে তুলেছেন। জানিয়েছেন মর্মের কথা স্পর্শ করুক সকলকে। তাই ছড়িয়ে দেওয়া। আপনিও ছড়িয়ে দিন পাঠক।

 

 

 

 

 

 

 

 

নির্মাণ : তিলক শেঠ  কেয়া দাশগুপ্ত  শুভেন্দু দাশগুপ্ত

এপ্রিল ২০১৯

 

এই নির্মাণটি যে কেউ যাকে খুশি যেভাবে হোক পাঠাতে পারেন

 

Share this
Leave a Comment