গ্রাউন্ডজিরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রছাত্রীরা অনশনে বসেছেন, সরকার-কর্তৃপক্ষের প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে। নানা চাপানউতোরের পর আজ বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এবছরের কলাবিভাগের প্রবেশিকা পরীক্ষার ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। গত শনিবার, ৭ই জুলাই, গ্রাউন্ডজিরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে। এই ভিডিও সেই কথাবার্তার সংক্ষিপ্ত মন্তাজ। বিশ্ববিদ্যালয়য়ের স্বাধিকার বা শিক্ষানীতির প্রশ্নে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অগণতান্ত্রিক হস্তক্ষেপ-এর প্রশ্নের পাশাপাশি, এই আন্দোলনের মাধ্যমে প্রগতিশীল ছাত্র-রাজনীতির সামনেও উঠে এসেছে বেশ কিছু বুনিয়াদি প্রশ্ন – প্রবেশিকা পরীক্ষার নিজস্ব বাতিলীকরনের রাজনীতি, পরীক্ষার মাধ্যমে মেধা বিচারের যৌক্তিকতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রতিষ্ঠানকে আরও বেশী ‘ইনক্লুসিভ’ ক’রে তোলার প্রশ্ন। আজকের বৈঠকের ফলাফল যা-ই হক, বরাবরের মতো এবারেও যাদবপুরের ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে জন্ম নেওয়া বিভিন্ন প্রশ্ন – তা সে শাসকগোষ্ঠীর প্রতি হোক, অথবা নতুন সমাজ গড়তে চাওয়ার সংগ্রামের প্রতি – বড়ভাবে আমাদের শিক্ষা-কল্পনার সামনে উপস্থিত।
ভিডিওটিতে কিছু টেকনিক্যাল ত্রুটির মূল কারণ আন্দোলনের বর্তমান পর্যায়-এর গুরুত্ব মাথায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তাড়াহুড়োয় ভিডিওটি প্রকাশ করা। এর জন্য আমরা পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী।